eng
competition

Text Practice Mode

অ্যান্থনি মিশেল ও জাস্টিন

created Saturday January 11, 07:02 by SyedAdilHussain


1


Rating

134 words
16 completed
00:00
তাঁরা দুজন বাবা-ছেলে। অ্যান্থনি মিশেলের বয়স ৬৭ বছর। জাস্টিনের ২০ পেরিয়েছে। লস অ্যাঞ্জেলেসের আলটিডিনা এলাকায় ছেলেকে সঙ্গে নিয়ে থাকতেন জাস্টিন।
 
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্থনি মিশেল একসময় বিক্রয়কর্মীর কাজ করতেন। অঙ্গহানি ঘটেছিল তাঁর। অবসরজীবন কাটাচ্ছিলেন। আর ছেলে জাস্টিন স্নায়বিক রোগে সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছিলেন।
 
পরিবারের সদস্যরা জানান, দাবানল থেকে বাঁচতে নিরাপদে সরে যাওয়ার চেষ্টার সময় বাড়িতেই মারা যান বাবা-ছেলে। অ্যান্থনি মিশেলের মেয়ে হাজিমা হোয়াইট ওয়াশিংটন পোস্টকে বলেন, তাঁর বাবা তাঁকে ফোন দিয়েছিলেন। ফোনে বলেছিলেন, ‘আগুন একেবারে উঠানে পৌঁছে গেছে।অ্যান্থনি মিশেলের আরেক ছেলে জর্ডান বাবার সঙ্গেই থাকতেন। ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, সংক্রমণের চিকিৎসার জন্য তখন তিনি হাসপাতালে ছিলেন।
 
বাবা-ভাইয়ের মৃত্যুর খবর শোনার প্রতিক্রিয়া জানিয়ে হাজিমা বলেন, ‘মনে হয়েছিল, এক টন ইট আমার ওপর পড়েছে।’
 
অ্যান্থনি মিশেল চার সন্তানের বাবা। তাঁর ১১ জন নাতি-নাতনি রয়েছে। তাঁর নাতি-নাতনিদের সন্তানদের সংখ্যা ১০ জন বলেও জানান হাজিমা।
 
 
 

saving score / loading statistics ...