Text Practice Mode
আওয়ামী সমর্থকেরা কাকে ভোট দেবে
created Jun 28th, 19:20 by Oshim Kumar Sarker
1
127 words
56 completed
5
Rating visible after 3 or more votes
saving score / loading statistics ...
00:00
প্রশ্ন উঠেছে, সামনের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক ভোটাররা কী করবেন? সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। আওয়ামী লীগের নেতাদের একাংশ দেশের বাইরে পালিয়ে গেছেন। একাংশ জেলে বা আত্মগোপনে আছেন। কিন্তু দলের লাখ লাখ সমর্থক ভোটার তো আছেন। তাঁরা কাকে ভোট দেবেন? আবার তাঁরা ভোটকেন্দ্রে না গেলে নির্বাচন কতটা অন্তর্ভুক্তিমূলক হবে?
বিএনপির নেতৃত্ব মনে করে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাঁরাই আওয়ামী সমর্থক ভোটারদের ভোট পাবেন। কেননা ধর্মভিত্তিক কোনো দলকে আওয়ামী লীগের সমর্থকদের ভোট দেওয়ার সম্ভাবনা কম। জয়ের সম্ভাবনা না থাকলে তাঁরা বামপন্থী প্রার্থীকেও ভোট দিতে আগ্রহী হবেন না। তবে নির্বাচন এলেই দেখা যাবে আওয়ামী লীগ সমর্থক ভোটাররা কার পক্ষে যান। তবে আওয়ামী লীগবিহীন আগামী নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক ভোটাররা জয় পরাজয়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, সেটা হলফ করে বলা যায়।
বিএনপির নেতৃত্ব মনে করে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাঁরাই আওয়ামী সমর্থক ভোটারদের ভোট পাবেন। কেননা ধর্মভিত্তিক কোনো দলকে আওয়ামী লীগের সমর্থকদের ভোট দেওয়ার সম্ভাবনা কম। জয়ের সম্ভাবনা না থাকলে তাঁরা বামপন্থী প্রার্থীকেও ভোট দিতে আগ্রহী হবেন না। তবে নির্বাচন এলেই দেখা যাবে আওয়ামী লীগ সমর্থক ভোটাররা কার পক্ষে যান। তবে আওয়ামী লীগবিহীন আগামী নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক ভোটাররা জয় পরাজয়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, সেটা হলফ করে বলা যায়।
