eng
competition

Text Practice Mode

তথ্যপ্রযুক্তি

created Dec 23rd 2025, 06:42 by SNHSabbir


2


Rating

58 words
92 completed
00:00
তথ্যপ্রযুক্তি বর্তমানে কোয়ান্টাম কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার একীভূতকরণের মাধ্যমে এক বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। প্রথাগত সিলিকন চিপের সীমাবদ্ধতা ছাড়িয়ে গবেষকরা এখন নিউরোমোরফিক কম্পিউটিং নিয়ে কাজ করছেন, যা মানুষের মস্তিষ্কের স্নায়বিক কাঠামোর অনুকরণে তথ্য প্রসেস করতে সক্ষম।
এর পাশাপাশি এজ কম্পিউটিং (Edge Computing) ডেটা প্রসেসিংকে ক্লাউড থেকে সরাসরি ডিভাইসের কাছাকাছি নিয়ে আসছে, যা ল্যাটেন্সি কমিয়ে রিয়েল-টাইম সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করছে।

saving score / loading statistics ...